আইসিসির ছোট দেশগুলোর ‘প্রিয়’ প্রতিপক্ষ এখন বাংলাদেশ!

বাংলাদেশ ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

ক্রিকেটের ছোট কিংবা নবাগত দলগুলো যেন বাংলাদেশের ক্রিকেটারদের কাছে এক বিভীষিকার নাম। বারবার ছোট দলগুলোর বিপক্ষে হারতে হারতে লজ্জার এক রেকর্ডের মালিক বনে গেছেন লিটন দাসরা। আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে প্রথম দেশ হিসেবে সহযোগী দেশগুলোর বিপক্ষে ১০ ম্যাচ হেরেছে লিটন দাসরা।

আইসিসির সহযোগী দেশগুলোর প্রিয় প্রতিপক্ষ এখন বাংলাদেশ। শুনে অনেকের মনে খটকা লাগলেও এটিই অপ্রিয় সত্যি।

দেশের ক্রিকেটের এমনই বেহাল দশা যে স্কটল্যান্ড-আয়ারল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে হারায় এখন নিয়মিত চিত্র। আইসিসির পূর্ণ সদস্য প্রাপ্তির আগে ২০০৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক হার দিয়ে শুরু।

এরপর ২০১২ সালে স্কটল্যান্ড, পরে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে ব্যর্থ সৈনিকের বেশে রাজ্জাক-তামিমরা।

সময়ের সঙ্গে সঙ্গে দল আর অধিনায়কের পরিবর্তনেও দৃশ্যপট পাল্টেনি এতটুকুও। ২০২৪ বিশ্বকাপে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার পরীক্ষায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বাংলাদেশ।

ক্রিকেট বিশ্বে অনেকটা শিশু হলেও দলটির সামনে যাচ্ছেতাই অবস্থা শান্ত-হৃদয়দের। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ হারে ২-১ ব্যবধানে।

ব্যর্থতার জালে আটকে পড়া থেকে দলকে উদ্ধার করতে আনা হয় ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো ফিল সিমন্সকে। তবে পাল্টায়নি চিত্র।

এক বছরের ব্যবধানে আবারও দুঃসহ স্মৃতি সঙ্গী হলো লাল-সবুজের প্রতিনিধিদের। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমটিতে জিতলেও দ্বিতীয়টিতে নিজেদের সম্মান রক্ষা করতে পারেনি লিটন দাসের দল। নাটকীয় ম্যাচে শেষ বলের আগে হেরে বসে বাংলাদেশ।

আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের হারের রেকর্ড |ছবি: এখন টিভি

আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের রেকর্ড

এর মধ্য দিয়ে ক্রিকেটের পরাশক্তি দেশের বিপক্ষে নয় বরং আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে লজ্জাজনক এক রেকর্ডের দখল নিল বাংলাদেশ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সহযোগী দেশের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচে হেরেছে বাংলাদেশ। সবার আগে ১০ ম্যাচ হারের লজ্জার রেকর্ডটাও ফিল সিমন্সের শিষ্যদেরই।

বাংলাদেশের এমনই বেহাল দশা যে, বছরকয়েক আগে ক্রিকেটে যাত্রা শুরু করা আফগানিস্তান এখন বলে-কয়েই বাংলাদেশকে ম্যাচ হারায়। কয়েকদিন পর হয়তো আমিরাত কিংবা যুক্তরাষ্ট্রও সে পথেই হাঁটবে।

এসএইচ