অনিশ্চয়তা আর টানাপোড়েন শেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। তবে ঘোষিত স্কোয়াডে থাকলেও সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্পিডস্টার নাহিদ রানা। আরব-আমিরাত সিরিজ শেষ করে টিম বাংলাদেশ পাকিস্তানের ফ্লাইট ধরলেও নাহিদ রানা ফিরবেন দেশে। এই টাইগার পেসার ছাড়াও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেইনার নিক কিলিও যাচ্ছেন না পাকিস্তান।
আপত্তি থাকলেও দলের স্বার্থে পাকিস্তানে সিরিজ খেলবেন লেগ স্পিনার রিশাদ। আপত্তি, সংশয় বা নাম প্রত্যাহারের কারণ সাম্প্রতিক পিএসএল অভিজ্ঞতা ও নিরাপত্তাজনিত শঙ্কা।
বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে নাহিদ রানা বা রিশাদের। সেটিই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। কিন্তু অন্য দুইজনের বিষয়ে জানি যে তারা এ ধরনের ঘটনার মুখোমুখি হতে চায়নি। আমাদের হেডকোচ নিজে যাচ্ছে। সবকিছুই হয়তো অন্যদের মোটিভেট করেছে।’
অবশ্য নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ সতর্ক দুই দেশের ক্রিকেট বোর্ড। টাইগারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে পাকিস্তান। এছাড়াও বাংলাদেশ দলের নিরাপত্তার তদারকি করতে আলাদা দলও যাবে জাতীয় দলের সাথে।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘পিসিবির চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সবটুকুই করবো। আমাদের দেশ থেকেও সিকিউরিটি ফোর্স যাবেন। তারা দলের সঙ্গে থাকবেন আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য।’
দুই ম্যাচ কমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নেমে এসেছে তিন ম্যাচে। সিরিজ শুরু হতে বিলম্ব হওয়াই ম্যাচ কমার অন্যতম কারণ হলেও প্রভাব রেখেছে পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিও।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘যেহেতু ২৫ তারিখের জায়গায় আমরা ২৮ তারিখে খেলা শুরু করছি, সেজন্য পাঁচটা ম্যাচ খেলা সম্ভব না।’
অন্যদিকে আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করলেও সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।