টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অ্যাঞ্জেলো ম্যাথিউসের

শ্রীলঙ্কান ক্রিকেটা অ্যাঞ্জেলো ম্যাথিউস
ক্রিকেট
এখন মাঠে
0

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আজ (শুক্রবার, ২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাথিউস নিজেই।

১৭ জুন বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ, এমনটাই জানিয়েছেন তিনি। 

তবে টেস্টকে বিদায় বললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। যদিও রঙ্গিন পোশাকে এখন বেশ অনিয়মিত তিনি।

১১৮ টেস্টে ৮ হাজার ১৬৭ রান করেছেন এই তারকা। দেশের হয়ে সাদা পোশাকে রানের হিসেবে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনের পরেই আছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার। সাদা পোশাকে দলকে নেতৃত্ব দিয়েছেন ৪০ ম্যাচে।

এসএইচ