শ্রীলঙ্কার একটি ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ম্যাচ। এ ছাড়া ভারতের বেঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপটনম এবং ইন্দোর মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এ আসর।
যদিও আইসিসি এখন পর্যন্ত পূর্ণ সূচি প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে পাকিস্তানের সব লিগ পর্বের ম্যাচ আয়োজিত হবে কলম্বোতে।
এখন পর্যন্ত নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ হবে বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে আয়োজন করা হবে ম্যাচটি।
একই ভাবে প্রথম সেমিফাইনাল কোন ভেন্যুতে আয়োজিত হবে তা নির্ভর করছে পাকিস্তানের সেমিতে যাওয়ার ওপর। আর ৩০ অক্টোবর দ্বিতীয় সেমি ফাইনাল হবে বেঙ্গালুরুতে।