দৈনিক ভাতা কমালো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ড
ক্রিকেট
এখন মাঠে
0

কর্মীদের দৈনিক ভাতা কমালো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। জানা যায়, কর্মীদের অনৈতিকভাবে ভাতা নেয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগের নিয়মে কর্মীরা চার দিনের সফরে দৈনিক ১৫ হাজার টাকা করে পেতেন। আর দীর্ঘমেয়াদি যাতায়াতের জন্য পেতেন ১০ হাজার টাকা করে।

এক্ষেত্রে আইপিএল, ডব্লিউপিএলসহ ভারতের আয়োজিত আইসিসি টুর্নামেন্ট এমন টাকা পেতেন কর্মীরা। এছাড়া এককালীন ভাতা হিসেবে সাড়ে ৭ হাজার টাকা দেয়া হতো।

নতুন নিয়মে এককালীন ভাতা উঠিয়ে দেয়া হয়েছে। এখন সব ক্ষেত্রেই দৈনিক ভাতা ১০ হাজার টাকা করা হয়েছে।

ট্যাক্স দেয়ার পর প্রত্যেক কর্মীরা পাবেন ৬ হাজার ৫০০ টাকা করে। এদিকে এ বছরের জানুয়ারি থেকে বিসিসিআইয়ের কর্মীদের ভাতা দেয়া হয়নি।

এ নীতি প্রকাশের পর এখন বকেয়া টাকা দেয়া হবে জানায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।

সেজু