আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের আসর।
তাই গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। কলম্বোতে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় এই আসরে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, ভেন্যু গুয়াহাটি।
কলম্বোতে ২০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ বেঙ্গালুরুতে ২৬ অক্টোবর, প্রতিপক্ষ ভারত।
২৯ এবং ৩০ অক্টোবর আসরের দুটি সেমিফাইনাল, ভেন্যু গুয়াহাটি এবং বেঙ্গালুরু। ২ নভেম্বর ফাইনাল হবে বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান সেমি ফাইনাল ও ফাইনাল খেললে ম্যাচ হবে কলম্বোতে।