যেন পাহাড় ডিঙ্গালেন শান্ত। কত শত চাপ এড়িয়ে এই একটা সেঞ্চুরি! গত ১৯ মাস আর তার খেলা শেষ ২০ ইনিংসে কোনো সেঞ্চুরির দেখা নেই।
রানে ফেরার তাড়া তো ছিলই, সঙ্গে মাত্র ২ মাসের ব্যবধানে ২ ফরম্যাট থেকে হারিয়েছেন ক্যাপ্টেন্সি। কিছুটা জেদও হয়তো ছিল। সবকিছুর যেন জবাব দিলেন এই এক সেঞ্চুরিতে।
গলে এবারই প্রথম টেস্ট খেলতে নেমেছেন শান্ত, তবে কিছুটা ভিন্নরূপে। ৩৬ টেস্টের ক্যারিয়ারে ৮ম বার নেমেছেন ৪ নম্বরে ব্যাট করতে। এবারই প্রথম এই পজিশনে পেলেন সেঞ্চুরির দেখা।

আগেরদিন জানিয়েছিলেন, নিজের ব্যাটিং পজিশন জানাতে চান না, যাতে প্রতিপক্ষকে দ্বিধায় ফেলা যায়। ক্যাপ্টেনের এমন কথা নেটিজেনদের হাসির খোরাক হয়। তাদেরকেও হয়তো জবাব দিয়েছেন শান্ত।
উইকেটের চারপাশে রানের ফোয়ারা ছুটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা তুলে নেন তিনি। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে এটি তার ৬ষ্ঠ সেঞ্চুরি। শান্ত'র টেস্ট ক্যারিয়ারের পরিসংখ্যানটাও বিরল, যেখানে ফিফটির চেয়ে সেঞ্চুরির সংখ্যাই বেশি।