ক্যারিয়ারে চতুর্থ ফাইফার পেলেন নাঈম হাসান

নাঈম হাসান
ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কার বিপক্ষে একাই পাঁচ উইকেট শিকার করেছেন অফস্পিনার নাঈম হাসান। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ফাইফার পেলেন তিনি।

২০১৮ সালে অভিষেক হলেও মেহেদি হাসান মিরাজের মতো অফস্পিন অলরাউন্ডার থাকায় দলে সেভাবে সুযোগ মেলে না ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের। তবে গল টেস্টের আগে মিরাজ জ্বরাক্রান্ত হওয়ায় একাদশে সুযোগ মেলে নাঈমের। আর তাতেই বাজিমাত করেছেন তিনি।

গলের ব্যাটিংস্বর্গে লিড নেয়ার স্বপ্নে বুঁদ থাকা লঙ্কান ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন চট্টগ্রামের এই স্পিনার।

চতুর্থ দিনের শুরুতেই ফেরান লঙ্কান ক্যাপ্টেন ধনঞ্জয়া ডি সিলভাকে। এরপর ৮৭ রান করে সেঞ্চুরির পথে থাকা কামিন্দু মেন্ডিসকেও আউট করেন নাঈম। দুই টেলএন্ডার থারিন্দু রত্নায়েকে আর আসিথা ফার্নান্দোকে আউট করে দলকে লিড পাইয়ে দেন তিনি। একইসঙ্গে পূরণ করেন নিজের ফাইফারও।

১৩ টেস্টের ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট শিকার করার কীর্তি গড়লেন নাঈম হাসান। এর আগে ২০২২ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে ছয় উইকেট শিকার করেন তিনি। যেটি এখন পর্যন্ত তার ক্যারিয়ার সেরা বোলিং।

এসএস