১৮৭ রানের লিড নিয়েই শেষ দিনে মাঠে নামবে টাইগাররা

নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম
ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। ফিফটি হাঁকিয়ে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। সেখান থেকেই আজ (শনিবার, ২১ জুন) পঞ্চম ও শেষ দিন শুরু করবে টিম টাইগাররা।

১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। যথারীতি ব্যাট হাতে ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয়। গলের ব্যাটিং স্বর্গে প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর এবার আউট হলেন চার রান করে।

১৪ রান করে আউট হন মুমিনুল হকও। ৬০ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ওপেনার সাদমান ইসলাম। তাকে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল শান্ত।

তবে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে ৭৬ রান করে আউট হন সাদমান। এরপর জুটি বাঁধেন প্রথম ইনিংসের জোড়া সেঞ্চুরিয়ান শান্ত ও মুশফিক।

ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়ে দিনশেষে ৫৬ রানে অপরাজিত অধিনায়ক শান্ত। আর মুশফিক অপরাজিত ২২ রানে।

এসএস