শাস্তি পেতে পারেন ভারতীয় অধিনায়ক শুভমান

ভারতীয় অধিনায়ক শুভমান গিল
ক্রিকেট
এখন মাঠে
0

আইসিসির ‘ক্লদিং অ্যান্ড ইকুয়েপমেন্ট’ নীতিমালায় শাস্তি পেতে পারেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। আইসিসির পোশাক সংক্রান্ত নীতিমালার ১৯ দশমিক ৪৫ ধারা অনুযায়ী এ শাস্তির আওতায় পড়তে পারেন তিনি।

আইসিসির পোশাক সংক্রান্ত নীতিমালার ১৯ দশমিক ৪৫ ধারা অনুযায়ী— টেস্ট ম্যাচে ক্রিকেটারদের তিন রঙের মোজা পরার অনুমতি রয়েছে। সেগুলো হচ্ছে– সাদা, ক্রিম ও লাইট গ্রে। এর বাইরে তাদের মোজায় দৃশ্যমান কোনো লোগো ব্যবহারেরও অনুমতি নেই। 

এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এ তিন রঙের পাশাপাশি ট্রাউজারের সঙ্গে মিলিয়ে মোজা পরার নির্দেশনা রয়েছে। তবে মোজা পরার নিয়ম লঙ্ঘনের দায়ে শুভমান গিল শাস্তি পাবেন কি না তা নির্ভর করছে ম্যাচ রেফারির ওপর। 

শাস্তি হলে লেভেল–১ পর্যায়ের অপরাধে দণ্ডিত হবেন ভারতীয় অধিনায়ক। আর তেমনটা হলে তাকে ম্যাচ ফি’র ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ ছাড়া দুর্ঘটনাবশত যদি গিল ভিন্ন রঙ ব্যবহার করে থাকেন, তবে শাস্তি এড়ানোরও সুযোগ থাকবে তার সামনে।

এসএইচ