১২ বছর পর গলে টেস্ট ম্যাচ ড্র; অধিনায়ক শান্ত করেছেন জোড়া সেঞ্চুরি; টানা ১৩ ইনিংস ফিফটিহীন মুশফিকের কামব্যাকের সেঞ্চুরি; বিদেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেই নাঈম হাসানের ফাইফার— এ সব কিছু ছাপিয়ে কাঠগড়ায় গল টেস্টের পঞ্চম দিনে শান্ত-মুশফিকের স্লো ব্যাটিং।
শেষ সেশনে তাইজুলের রোমাঞ্চকর স্পেল বাড়িয়েছে আক্ষেপ। তবে স্লো ব্যাটিং নিয়ে প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা এমন একটা পজিশনে যেতে চাচ্ছিলাম, যেখান থেকে ম্যাচটা আসলে হারার সম্ভাবনা কম এবং আমাদের জয়ের সম্ভাবনাটাই বেশি থাকে। এর মাঝে বৃষ্টির কারণে আমাদের পরিকল্পনাটা কিছুটা পরিবর্তন করতে হয়েছে। তবে পুরো ম্যাচটায় সবসময়ই আমাদের জয়ের জন্য চেষ্টা ছিল।’
ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটালেও জাতীয় দলে ব্যর্থ আনামুল হক বিজয়। গল টেস্টের দুই ইনিংসে ফুটে উঠেছে আত্মবিশ্বাসহীনতা। পাশাপাশি অসন্তুষ্টি আছে পেস বোলিং নিয়েও। তবে অধিনায়ক শান্তকে পাশেই পাচ্ছেন টাইগার ক্রিকেটাররা।
শান্ত বলেন, ‘আমার মনে হয়, আমাদের পেস বোলাররা আরেকটু ভালো বোলিং করতে পারত, বিশেষ করে যখন আমরা প্রথম ইনিংসে বোলিং করেছি। আর বিজয় ভাইকে মনে হয় আরেকটু সময় দিতে হবে। অনেক দিন পর টানা দু’টো ম্যাচ খেললেন। তাকে যদি আরেকটু সময় দেয়া হয় আর সবার বিশ্বাসটা যদি তার ওপর থাকে তাহলে তার জন্য বিষয়টা সহজ হয়।’
সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত গলে লঙ্কা জয় হয়নি কলম্বোতে সিরিজের শেষ টেস্টে নিশ্চয়ই সেই আক্ষেপ পূরণ করতে চাইবেন শান্তরা।