শেষ ব্যাটার হিসেবে আসিথা ফার্নান্দো উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন সাদমান ইসলামকে। তাইজুল ইসলামের ৫-উইকেট পূর্ণ হওয়ার পাশাপাশি ওই উইকেটেই শেষ হয়েছে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ততক্ষণে অবশ্য স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২১১ রান।
শ্রীলঙ্কার সাবলীল ব্যাটিংয়ে তৃতীয় দিনের শুরু থেকেই বাধা হয়ে উঠেছিলেন তাইজুল ইসলাম। শুরুতে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়েছেন। পরে ধনাঞ্জয়া ডি সিলভা, সোনাল দিনুশা আর আসিথা ফার্নান্দোকে দেখিয়েছেন প্যাভিলিয়নের পথ। আগের দিন পেয়েছিলেন লাহিরু উদারার উইকেট। তাতেই পূরণ হয়েছে ক্যারিয়ারের ১৭তম ফাইফার।
বাংলাদেশের হয়ে টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার ৫ উইকেট তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছেন তাইজুল ইসলাম। তার সামনে কেবলই সাকিব আল হাসান। গেল বছর টেস্টকে বিদায় জানানো সাকিবের ক্যারিয়ারে টেস্ট ফাইফার মোট ১৯টি। তিনে আছেন মেহেদি হাসান মিরাজ। জাতীয় দলের হয়ে টেস্টে তার এমন কীর্তি আছে ১৩ বার।
তাইজুল এদিনের ফাইফারে নিজের নাম বসিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর পাশে। ২০১৮ সালের পর থেকে টেস্টে সবচেয়ে বেশি ফাইফার আছে এই দুজনের। শেষ ৭ বছরে বুমরাহ এবং তাইজুল দুজনেই পেয়েছেন ১৪ ফাইফার।
টেস্টে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেটশিকারি হতেও খুব একটা পিছিয়ে নেই তাইজুল ইসলাম। শীর্ষে থাকা সাকিবের ২৪৬ উইকেট থেকে আর মাত্র ৯ উইকেট দূরে আছেন তাইজুল। সবসময় নিজের কাজটা কিছুটা আড়াল থেকে করে যাওয়া তাইজুল সেই শীর্ষস্থানটা দখল করতে পারেন সহসাই। হয়ে যেতে পারেন বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ২৫০ উইকেটশিকারী বোলারও।