বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন আম্পায়ার সাইমন টফেল

আম্পায়ার সাইমন টফেল
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ ক্রিকেটের চিত্র বদলাতে এবার বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন আইসিসির একসময়ের বর্ষসেরা আম্পায়ার সাইমন টফেল। তিন বছরের পরিকল্পনায় তাকে দেশে নিয়ে আসছে ক্রিকেট বোর্ড। কিন্তু মাঠের খেলার চিত্র বদল করতে কতটা কার্যকরী হবেন সাবেক এ আম্পায়ার?

দায়িত্ব নিয়েই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, ক্রিকেট বোর্ডের কার্যক্রম নিয়ে একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চান তিনি। সেটারই একটি প্রচেষ্টা দেখা গেল সোমবারের (৩০ জুন) দীর্ঘ বোর্ড সভায়। অনেক আলোচনা আর সিদ্ধান্তের মধ্যে আলোচিত হচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক আম্পায়ার সাইমন টফেলের বিসিবিতে যুক্ত হবার খবর। কাজ করবেন বাংলাদেশের আম্পায়ারদের নিয়ে।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সাইমন টফেলকে আমরা তার সঙ্গে তিন বছরে চুক্তি করেছি। তিন বছর ফেজ ১,২ ও ৩ এভাবে করা হবে। তাকে দিয়ে আরো ১০ থেকে ২০ জন আম্পায়ার প্রশিক্ষণ দেয়া হবে।’

ঘরোয়া ক্রিকেটে মানহীন আম্পায়ারিংয়ের অভিযোগ বেশ পুরানো। কখনো রাজনীতি, কখনো বা ব্যক্তিগত পছন্দ বদলে দেয় ঘরোয়া ক্রিকেটে মাঠের ফলাফল। সেই সঙ্গে বদলে যায় ক্রিকেটারদের ক্যারিয়ারের গ্রাফটাও। বিসিবির চাওয়া সাইমন টফেল কেবল আম্পায়ারদের মান উন্নয়নেই কাজ করবেন না, সেই সঙ্গে আম্পায়ার ট্রেইনার তৈরির কাজটাও করবেন এই অস্ট্রেলিয়ান।

বিপিএল, ডিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটের অন্যান্য পর্যায়ে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নে সহায়ক হয়ে উঠবে বিসিবির এই উদ্যোগ। যা বদলে দিতে ঘরোয়া ক্রিকেটের মান। সেই সঙ্গে জাতীয় দলে খেলোয়াড়দের পাইপলাইন হবে শক্তিশালী।

সভা শেষে আমিনুল ইসলাম বুলবুল বলেন, এমন কিছু করে যেতে চান, যা পরবর্তী কমিটিগুলোর জন্য কাজের মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। সাইমন টফেলের সংযুক্তি সেই প্রচেষ্টারই অংশ। তবে সেই উদ্দেশ্য কতটা সফল হবে তা নির্ভর করবে ক্রিকেট সংশ্লিষ্টদের ভূমিকার ওপরেও।

সেজু