একদিনের ক্রিকেটে সিরিজ আয়োজনের বিপক্ষে থাকলেও এই সংস্করণে বিশ্বকাপ আয়োজনের পক্ষে ক্লাসেন। সেক্ষেত্রে কেবল বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্ব হিসেবে পঞ্চাশ ওভারের সিরিজ আয়োজন করা যেতে পারে বলে মনে করেন তিনি। যে সিরিজ হতে পারে ৫ ম্যাচের।
তাছাড়া যেসব দেশ কম টেস্ট খেলার সুযোগ পায়, তাদের বেশি বেশি ম্যাচের আয়োজন করার কথাও বলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে আইসিসিকে মনোযোগী হতে আহ্বান জানান ক্লাসেন। ক্রিকেটাররা যাতে ভালো অর্থ উপার্জন করতে পারে সেভাবে পরিকল্পনা করার পরামর্শ তার।
একসাথে সব ফরম্যাটের সিরিজ খেললে ক্রিকেটাররা লিগ খেলার সুযোগ পাবে না। আর সব লিগ খেলে বেড়ালে দেশের হয়ে খেলাটাও কঠিন। তাই এখানে ভারসাম্য আনা উচিত বলে মনে করেন ক্লাসেন।