টানা সাত ওয়ানডে হারের পর জয়ের দেখা বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

টানা সাত ওয়ানডে হারের পর অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ। সেই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার আশাটাও বাঁচিয়ে রাখল টাইগাররা। প্রেমাদাসায় লংকানদের ১৬ রানে হারানোর পর এবার জয়ের ধারাবাহিকতায় ফেরার পালা বাংলাদেশের।

টানা সাত হারের পর অবশেষে ওয়ানডেতে স্বস্তির জয়। হারের বৃত্ত ভাঙার নায়ক তানভীর ইসলাম। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে যিনি উপহার দিলেন ম্যাচ উইনিং পারফরম্যান্স।

র‌্যাঙ্কিংয়ে অবনমন, কখনো ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে কলম্বোতেও হার! একটার পর একটা পরাজয়ের গল্পে কলম আর কথার খোঁচায় জর্জরিত বাংলাদেশ ক্রিকেট দল। তবে এবার মিলল শান্তির পরশ।

ব্যাটিংয়ে উত্থান-পতনের চিরাচরিত চেহারাটা অবশ্য প্রেমাদাসাতেও ছিলো। আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ তামিম এবার ব্যর্থ। তবে দাঁড়িয়ে গিয়েছিলেন ইমন। কিন্তু লম্বা ইনিংস খেলতে না পারার জুজুটা যায়নি।

আরো পড়ুন:

শান্ত-মিরাজরা যথারীতি উইকেটে সেট হয়ে আউট। অফ ফর্ম কাটার আভাস দেয়া হৃদয়ের হৃদয় ভেঙেছে রান আউটে। জাকিরের আউট যেন আগের ম্যাচে হৃদয়ের আউটের পুনরাবৃত্তি। একবারে শেষের দিকে বোলার সাকিবের ব্যাটার হয়ে ওঠায় লড়াইয়ে পুঁজি পায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার শুরুটা যেন বাংলাদেশের কার্বন কপি। কুশাল মেন্ডিসের অতিমানবীয় ব্যাটিংয়ে টাইগার শিবিরে তখন সিরিজ খোয়ানোর শঙ্কা। তবে আগের ম্যাচে অভিষিক্ত স্পিনার তানভীরের ৫ উইকেট শিকার ম্যাচে ফেরায় বাংলাদেশকে। তবে ক্রমাগত ফিল্ডিং মিসের মহড়ায় তানভীরের কীর্তি জলে যাওয়ার শঙ্কায় ছিলও। তবে লিয়ানাগেকে ফিরিয়ে জয়ের পথ সুগম করেন মুস্তাফিজ। আর লংকানদের কফিনে শেষ পেরেকটা ঠুকেছেন তানজিম সাকিব।

গত বছরের নভেম্বরে আফগানিস্তানের সাথে ওয়ানডে জয়ের পর ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের স্বমন্বয়হীনতায় ভুগছিল মিরাজরা। অবশেষে প্রেমাদাসায় ভক্তদের ভালোবাসার ঋণ কিছুটা হলেও শোধ করলো টাইগাররা।

সেজু