দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
ক্রিকেট
এখন মাঠে
1

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (রোববার, ১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টাইগারদের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।

এর আগে টেস্ট সিরিজ হারের পর লাল সবুজরা হেরেছে ওয়ানডে সিরিজও। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে এই ফরম্যাটেও বাজে শুরু হয়েছে লিটন-মিরাজদের।

এই ম্যাচ হারলে শ্রীলঙ্কা সফর থেকে খালি হাতেই ফিরতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে কলম্বোতে শেষ ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতা।

ইনজুরির কারণে প্রথম ম্যাচে না থাকা জাকের আলি ফিরতে পারেন স্কোয়াডে। অন্যদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত শ্রীলঙ্কা মাঠে নামতে পারে অপরিবর্তিত দল নিয়ে।

সেজু