লম্বা সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে দু’দল। বুধবার (১৬ জুলাই) রাতে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে সকালেই দেশের পথে উড়াল দেন লিটন-তাসকিনরা।
এক ফ্লাইটেই ফেরেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে একে একে বেরিয়ে আসেন তারা। দেশে ফিরে আজকের দিন বিশ্রামে কাটাবেন লিটনরা। আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) থেকেই শুরু করবেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি।
রোববার (২০ জুলাই) অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চায় বাংলাদেশ।