সাবেক ক্রিকেটারদের প্রীতি টুর্নামেন্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অব লিজেন্ডস টুর্নামেন্টে আজ (রোববার, ২০ জুলাই) মুখোমুখি হওয়ার কথা ছিল দুই প্রতিবেশি দেশ ভারত এবং পাকিস্তানের। তবে নিজেদের সঙ্গে বিবাদমান দেশের বিপক্ষে খেলতে নারাজ ভারত দলের বেশ কয়েকজন ক্রিকেটার। যাদের মধ্যে ছিলেন অধিনায়ক শিখর ধাওয়ান নিজেও। ৬ দলের এই টুর্নামেন্টে তাই অনেকটা বাধ্য হয়েই বন্ধ করে দেয়া হয় ভারত এবং পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি।
রাজনৈতিক কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ক্রিকেট নিয়ে আছে অনিশ্চয়তা। সাম্প্রতিক সময়গুলোতে দুই দেশের ক্রিকেটীয় বিরোধ পৌঁছে গিয়েছে ভিন্ন এক মাত্রায়।
যদিও আসরের সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্বে দুই দলের মুখোমুখি সূচি হলে তাতে কেমন ব্যবস্থা নেয়া হবে, সেটা এখন পর্যন্ত অনিশ্চিত।