আরও তিন বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
ক্রিকেট
এখন মাঠে
0

আরও তিন বছরের জন্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের দায়িত্ব পাচ্ছে ইংল্যান্ড। ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও হবে ইউরোপিয়ান দেশটিতে।

সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সভায় পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে বলা হয়, আগের তিন ফাইনাল আসরের সফল আয়োজন করায় আগামী ২০৩১ পর্যন্ত ইংল্যান্ডের কাছেই টেস্ট ফাইনাল আয়োজনের দায়িত্ব দেয়া হচ্ছে।

মাঝে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের আবেদন থাকলেও তা ফিরিয়ে দিয়েছে আইসিসি।

নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডের গ্রহণযোগ্যতা, আবহাওয়াজনিত সুবিধার কারণেই ইংল্যান্ড পেয়েছে ‘দ্য আল্টিমেট টেস্ট’এর আয়োজনের অধিকার। যদিও আগামী তিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ঠিক কোন মাঠে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

এসএস