৯ বছর পর পাকিস্তান বধ; আত্মবিশ্বাসে উড়ছে বাংলাদেশ

ম্যাচে বাংলাদেশি দুই ব্যাটার
ক্রিকেট
এখন মাঠে
0

একটা জয় কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, তা বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের মধ্য দিয়েই প্রকাশ পায়। ৯ বছর পর পুরোনো প্রতিদ্বন্দ্বীকে হারানোর আনন্দে ঠিক যেন নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বহুল প্রতীক্ষিত জয় ধরা দিলো মিরপুরে। ৭ উইকেটের সহজ জয়ে শুধু সিরিজে এগিয়েই গেলো না লিটন-তাসকিনরা, তারা ফিরে পেলো আত্মবিশ্বাস।

টাইগার ক্রিকেটের নতুন অধ্যায়ে সেই পুরানো প্রতিপক্ষ পাকিস্তান, মাসখানেক আগেই যাদের বিপক্ষে রয়েছে হোয়াইটওয়াশের গ্লানি। যদিও সেটি ছিল পাকিস্তানের মাটিতে। তবে এবার ঘরের মাঠে বলেই কি না শুরু থেকেই চোয়ালবদ্ধ খেলোয়াড়রা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলার শুরু থেকেই যেন বাংলাদেশের অনুকূলেই ছিল সবসময়। গ্যালারিভর্তি দর্শকের সামনে টস ভাগ্য এসেছে লিটনের পক্ষেই। এক বছরেরও বেশি সময় পর হোম অফ ক্রিকেটে ফিরে শুরুতেই যেন বোলারদের পরখ করে নিতে চাইলেন ক্যাপ্টেন লিটন দাস।

অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক বোলাররা। যদিও তৃতীয় বলেই সহজ ক্যাচ ছেড়ে হতাশায় ডোবান তাসকিন। তবে পরের ওভার থেকেই শুরু ম্যাজিক।

তাসকিন-মুস্তাফিজ-তানজিম সাকিবের বলগুলো যেন একেকটি আগুনের গোলা। সেই সঙ্গে মেহেদির স্পিনঘূর্ণিতে কুপোকাত পাকিস্তানের টপ অর্ডার। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে চার পাকিস্তানি ব্যাটার।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। কাটার মাস্টার মুস্তাফিজের কাটার আর তাসকিনের গতির সামনে অসহায় আত্মসমর্পণ করে তিন বল বাকি থাকতেই ১১০ রানে গুটিয়ে যায় সফররতরা। মুস্তাফিজ দেশের ইতিহাসে সবচেয়ে কিপ্টে বোলিং করে চার ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।

জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল একেবারেই নড়বড়ে। আগের সিরিজেই লঙ্কাদ্বীপে ঝড় তোলা তানজিদ তামিম ও লিটন দাস এদিন শুরুতেই দেখেন প্যাভিলিওনের পথ। যখন আবারো সহজ ম্যাচ হারের শঙ্কার আকাশে কালোমেঘের ঘনঘটা, ত্রাতা তখন পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়।

পাল্টা আক্রমণে দুই ছক্কা দিয়ে শুরু করেন হৃদয়। এরপর এক প্রান্ত আগলে রাখা পারভেজ হোসেন ইমন যেন একাই দর্শকের ভূমিকায় দাঁড় করিয়ে দেন পাকিস্তানকে।

দু'জনের ৭৩ রানের জুটিতে জয়ের ভিত গড়ার পর হৃদয় বিদায় নিলেও বাকি সময় ইমনকে সঙ্গ দেন জাকের আলী অনিক। ৩৯ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে ছক্কার বৃষ্টি নামিয়ে ৭ উইকেটের সহজ জয় এনে দেন দলকে।

এ জয়ে কেবল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েই গেলো না বাংলাদেশ, ভাঙলো দীর্ঘ অপেক্ষার প্রাচীর। ২০১৬ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানকে হারাল টাইগাররা। সেই সঙ্গে জয়ের আত্মবিশ্বাসটাও যেন নতুন করে ফিরে পেলো টিম বাংলাদেশ।

এসএইচ