বৈঠকে বসতে নারাজ ভারত, অনিশ্চয়তায় এসিসির বার্ষিক সাধারণ সভা

এসিসি ও বিসিসিআইয়ের লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তা কাটেনি। সভার নির্ধারিত সময়ের দুই দিন আগেও কাটছে না ধোঁয়াশা। ঢাকায় এবারের বার্ষিক সাধারণ সভার নির্ধারিত তারিখ আগামী ২৪ এবং ২৫ জুলাই। তবে বাংলাদেশে এসে এ বৈঠকে অংশ নিতে নারাজ ভারত।

বিপরীতে বাংলাদেশ থেকে সভার ভেন্যু সরিয়ে নিতে চান না এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। তার এমন অনড় অবস্থানের প্রেক্ষিতে এবারের সভা বয়কটের হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ দাবিতে তারা পাশে পেয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও। 

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, বৈঠকের কোরাম পূরণ করতে অন্তত তিনটি টেস্ট খেলুড়ে দেশের উপস্থিতি দরকার। তবে ভারতের আপত্তির পর সেটি এখন অনিশ্চয়তার মাঝে।

এসএইচ