নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেলর

ব্রেন্ডন টেলর
ক্রিকেট
এখন মাঠে
0

নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেলর। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে অন্তর্ভুক্ত হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক।

আইসিসির দুর্নীতি দমন আইন ভাঙায় ২০২২ সালের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন টেলর। আইসিসি জানায়, দুর্নীতির প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে জানাতে দেরি করেন এ ব্যাটার। পরিবর্তে গ্রহণ করেছিলেন ১৫ হাজার মার্কিন ডলার ও একটি দামি ফোন। পাশাপাশি ডোপ টেস্ট করলে সেখানেও অপরাধ প্রমাণিত হয়।

আরও পড়ুন:

আইসিসির দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় ২৫ জুলাই। ফলে স্বীকৃত ক্রিকেট খেলতে এখন আর কোনো বাঁধা নেই টেলরের জন্য। জানা গেছে, আগামী ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের অন্যতম সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ব্যাটারকে।

এসএস