আইসিসির দুর্নীতি দমন আইন ভাঙায় ২০২২ সালের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন টেলর। আইসিসি জানায়, দুর্নীতির প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে জানাতে দেরি করেন এ ব্যাটার। পরিবর্তে গ্রহণ করেছিলেন ১৫ হাজার মার্কিন ডলার ও একটি দামি ফোন। পাশাপাশি ডোপ টেস্ট করলে সেখানেও অপরাধ প্রমাণিত হয়।
আরও পড়ুন:
আইসিসির দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় ২৫ জুলাই। ফলে স্বীকৃত ক্রিকেট খেলতে এখন আর কোনো বাঁধা নেই টেলরের জন্য। জানা গেছে, আগামী ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের অন্যতম সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ব্যাটারকে।