ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য বিসিবির সর্বাত্মক সহায়তা চাইছেন মুশফিক

কথা বলেছেন মুশফিকুর রহিম
ক্রিকেট
এখন মাঠে
0

পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সব ধরনের সুযোগ-সুবিধার নিশ্চয়তা চান মুশফিকুর রহিম। সঙ্গে বিসিবির ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ প্রোগ্রামের আলোচ্য বিষয়গুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নও চান তিনি। বিশ্ব ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব বাড়াতে এর কোনো বিকল্প নেই বলে মানছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়ালে গিয়েছিলেন বাংলাদেশ দলে সবচেয়ে সিনিয়র প্লেয়ার মুশফিকুর রহিম। সেখানে বেশ খানিকটা সময় কাটানোর পর বললেন, ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো উচিত।’

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মুশফিকুর রহিম। দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে। বিসিবির ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ প্রোগামে ক্রিকেটারদের অধিকার ও প্রয়োজনীতা নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। খেলোয়াড়দের সঙ্গে বিসিবির সরাসরি আলোচনাকে সাধুবাদ জানিয়েছেন এ বর্ষীয়ান ক্রিকেটার। তবে তিনি ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য চান যথাযথ ক্রিকেট কাঠামো ও অনুশীলনের নিশ্চয়তা।

মুশফিকুর রহিম বলেন, ‘আমার আশা থাকবে, আমরা যেন এরকম একটা পরিবেশ করে দিতে পারি যেন পরবর্তী জেনারেশনের জন্য যেন তারা ফ্রিকোয়েন্টলি সব জায়গায় গিয়ে খেলতে পারে, সেরকম মাঠ, প্র্যাকটিস ফ্যাসিলিটি যেন থাকে।’

বাংলাদেশ দলের ক্রিকেট যাত্রাটা বেশ দীর্ঘ। এ সুদীর্ঘ পথ চলায় দলীয় সাফল্যের হার অনেকটা নিম্নমুখী। বিশ্ব ক্রিকেটে পিছিয়ে থাকার পেছনে নিজেদের সীমাবদ্ধতাকে বড় করে দেখছেন মিস্টার ডিপেন্ডেবল।

আরও পড়ুন:

মুশফিক বলেন, ‘আমরা বিশ্ব ক্রিকেটে অনেক পিছিয়ে। ঠিকঠাক সাপোর্ট দিতে পারলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।’

বাংলাদেশের ক্রিকেট ফ্যাসিলিটি নিয়ে নিজের অসন্তোষের কথা জানালেন তিনি। পাশাপাশি প্রশংসায় ভাসালেন বসুন্ধরা স্পোর্টস সিটিকে।

মুশফিক আরও বলেন, ‘এটা দেখে আমাদের সবারই আসলে লজ্জা লাগা উচিত। বাংলাদেশ ক্রিকেট তো দূরের কথা কোনো ন্যাশনাল টিমেরই এরকম ফ্যাসিলিটিজ নাই, যেটা সবগুলো ন্যাশনাল টিমের একটা ব্যাসিক নিড হওয়া উচিত। আপনি যতদিন না ফ্যাসিলিটিজ এনশিওর করবেন, ততদিন খেলোয়াড় বের করে আনা কঠিন হবে। এগুলো দেখে আমাদের নীতিনির্ধারক যারা আছেন, তারা যদি ইন্সপায়ার্ড না হয়, তাহলে আমাদের আসলে আফসেস ছাড়া কিছু বলার নেই।’

তবে বিশ্ব ক্রিকেটে সাফল্য পেতে বিসিবির ক্রিকেট ফ্যাসিলিটির কোনো বিকল্প নেই বলে মানেন মুশফিকুর রহিম, চান ক্রিকেট অভিভাবকদের সদিচ্ছা ও যথাযথ পরিকল্পনার বাস্তবায়ন।

এসএইচ