গিল কবে ফিটনেস টেস্ট দেবেন তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই তিনি ফিটনেস টেস্টে অংশগ্রহণ করবেন এবং বেঙ্গালুরু থেকে সরাসরি আরব আমিরাতে পাড়ি জমাবেন।
এশিয়া কাপে অংশ নিতে যাওয়া সকল ভারতীয় ক্রিকেটারের জন্য এই ফিটনেস টেস্ট বাধ্যতামূলক।
আরও পড়ুন:
সম্প্রতি শুভমান গিল অসুস্থ ছিলেন এবং চন্ডিগড়ে বিশ্রাম নিয়েছেন। যে কারণে চলমান দুলীপ ট্রফিতে অংশ নিতে পারেননি তিনি।
এদিকে, ভারতীয় দল ৪ সেপ্টেম্বর দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে।