ওপেনিং পার্টনারের সঙ্গে বোঝাপড়ার কথা জানালেন তামিম

তানজিদ তামিম
ক্রিকেট
এখন মাঠে
0

নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দুই জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে টিম বাংলাদেশ। সংবাদ সম্মেলনে ওপেনার তানজিদ তামিম জানালেন ওপেনিং পার্টনারের সঙ্গে নিজের বোঝাপড়ার কথা। নতুন কোচ জুলিয়ান উডের কাছ থেকে নিয়েছেন পাওয়ার হিটিংয়ের দীক্ষা। নেদারল্যান্ডস সিরিজে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারায় এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এ ওপেনার।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। দারুণ জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার তানজিদ তামিম। বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে টাইগারদের ওপেনিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠেছেন এ তরুণ ব্যাটার। বিশেষ করে চলতি বছর খেলা ১৩টি-টোয়েন্টিতে ৩৫ গড় আর ১৪৫ এর বেশি স্ট্রাইক রেটে প্রায় ৪০০ এর কাছাকাছি রান তার সামর্থ্যের প্রমাণ। সঙ্গে ২৩টি ছক্কা হাঁকিয়ে জানান দিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়েরও। যদিও এককভাবে কৃতিত্বের দাবিদার হতে চান না জুনিয়র তামিম।

তিনি বলেন, ‘সব কোচের থেকেই ভালো কিছু শেখার আছে। যার যেটা নেয়ার ছে সে সেটাই নিচ্ছে। কোনো প্ল্যান ছিল না, আমি নরমালি ব্যাটিং করি। ওপেনিং পার্টনার ইমনের সঙ্গে আমার বোঝাপড়া ভালো। নিজেরা কথা বলে ঠিক করি কোন বোলারকে কখন টার্গেট করবো।’

আরও পড়ুন:

ক্রিকেটে সবসময়ই একই ঢংয়ে খেলার সুযোগ নেই। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে চান তানজিদ। প্রস্তুতি নিচ্ছেন আসন্ন এশিয়া কাপের।

তানজিদ তামিম বলেন, ‘সামনে আমাদের এশিয়া কাপ, আমরা যেভাবে ধারাবাহিকভাবে ভালো খেলছি, প্রতি ম্যাচে যদি এভাবে খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। আমাদের কনফিডেন্সও বিল্ডআপ হবে।’

বাংলাদেশ দলও নেদারল্যান্ডসের বিপক্ষে এ সিরিজটা খেলছে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই। প্রথম দুই ম্যাচে বড় জয় নিয়ে বেশ ভালোভাবেই প্রস্তুতি সেরেছেন লিটন দাসরা। যদিও ঘরের মাঠে বাড়তি সুবিধা নেয়ার প্রশ্ন উঠেছে দলের বিপক্ষে। তানজিদ জবাব দিলেন সেই প্রশ্নেরও।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়। প্রথম ম্যাচে যেমন পরে ডিউ পড়াতে আমাদরে জন্য সহজ হইছে। এ ম্যাচেও আমাদের এমনই প্ল্যান ছিল। মার মনে হয় কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে ভাববে।’

লিটন দাসের নেতৃত্বে সবশেষ তিনটি সিরিজই জিতেছে টিম বাংলাদেশ। এবার বৈশ্বিক আসরেও সেই ধারা বজায় রাখার লক্ষ্য সবার।

এসএস