নির্ধারিত সময়েই হবে বিসিবি নির্বাচন, সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়: আসিফ মাহমুদ

ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ
ক্রিকেট
এখন মাঠে
0

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। আর সেখানে সর্বাত্মক সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে দেশের ক্রীড়া সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে বাফুফের গঠনতন্ত্রও সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে স্টেডিয়ামগুলো থেকে অর্জিত অর্থ দিয়ে ফেডারেশনগুলোকে সহযোগিতার কথা ভাবছে ক্রীড়া মন্ত্রণালয়।

সারাদেশের মত নির্বাচনী হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। এরইমধ্যে গঠন করা হয়েছে ৩ সদস্যের নির্বাচন কমিশনও। সোমবার এ নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। জানালেন যথাসময়ে নির্বাচন আয়োজন করতে পাশে থাকবে মন্ত্রণালয়ও।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। যেহেতু বিসিবি একটি স্বতন্ত্র সংস্থা, তাই তারা সিদ্ধান্ত নিবে। তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’

বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন ক্রিকেট বিকেন্দ্রীকরণের কথা। পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসছে ক্রীড়া মন্ত্রণালয়ও।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্রিকেটেও আমরা রিজিওনাল একটা স্পোর্টস ফ্রেন্ডলি গঠনতন্ত্র করবো। ঢাকাকেন্দ্রিক যে গঠনতন্ত্র রয়েছে সেটিকে বিকেন্দ্রীকরণে পলিসি সাপোর্ট দেবে এমন একটা গঠনতন্ত্র।’

এদিকে ক্রিকেট বোর্ডের মত ফুটবল ফেডারেশনেও সংশোধিত গঠনতন্ত্র চায় সরকার। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘খুব শিগগিরই আমরা একটা গঠনতন্ত্র দেখতে পারবো। তবে আইসিসি ও ফিফার গাইডলাইনের মধ্যে থেকেও লোকাল ইকোসিস্টেমের জন্য ফ্রেন্ডলি গঠনতন্ত্র করা যায়।’

সারাদেশ ব্যাপী মাঠ নিয়ে চলছে বেশ কিছু সংস্কার কাজ। চট্টগ্রাম স্টেডিয়াম নিয়ে যথাযথ ব্যবস্থা নিবে বাফুফে। পাশাপাশি ব্যবহৃত স্টেডিয়াম গুলোর যথাযথ ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে ও আয়ের উৎসকে সঠিক জায়গায় ব্যবহারের পদক্ষেপ নেবে ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাফুফে সমন্বয় করার মাধ্যমে স্টেডিয়ামটা বুঝে নেবে। এবং বর্তমান বাজার অবস্থা অনুযায়ী আয় বৃদ্ধিরও সুযোগ আছে। সেই সঙ্গে ফেডারেশনগুলোতে প্রায়োরিটি ব্যাসিসে পরিচালনা ও প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা কাজ করছি।

৫ আগস্ট পট পরিবর্তনের পর দেশের ক্রীড়া ক্ষেত্রে এসেছে নানা পরিবর্তন। ক্রিকেট-ফুটবলের অনিয়ম বন্ধ, অবকাঠামোগত উন্নয়ন,নতুন প্রতিভা অন্বেষণ ও তৃণমূল পর্যায়ে খেলাকে ছড়িয়ে দিতে বিসিবি ও বাফুফের সাথে একযোগে কাজ করতে চায় ক্রীড়া মন্ত্রণালয়।

এএইচ