শেষদিকে আজমতউলাহ ওমরজাইয়ের ২১ বলে ৫৩ রানের ক্যামিও ইনিংস ও আরেক প্রান্ত আগলে রাখা সেদিকুল্লাহ আতালের ৫২ বলে ৭৩ রানের কল্যাণে ১৮৮ রানের পুঁজি পায় আফগানরা।
আরও পড়ুন:
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফারুকির বলে গুরবাজকে ক্যাচ দেন ওপেনার আন্সি রাথ। দ্বিতীয় ওভারেই ওমরজায়ের বলে মাত্র পাঁচ রানে ক্যাচ আউট হন আরেক ওপেনার জিসান আলি। এরপর রশিদ খানের থ্রোতে রানের খাতা খোলার আগেই সাঝঘরে ফেরেন নিজাকাত খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৪ রানে থামে হংকং।