মুস্তাফিজ ইস্যুতে এখনই প্রতিক্রিয়া জানাতে রাজি নয় বিসিবি

মুস্তাফিজ ও বিসিবির লোগো
ক্রিকেট
এখন মাঠে
1

ভারতীয়দের ক্ষোভের খড়গ পড়লো এবার আইপিএলে। ৯ কোটি রুপির মুস্তাফিজকে দল থেকে বাদ দিলো কলকাতা নাইট রাইডার্স। এর আগে আজ (শনিবার, ৩ জানুয়ারি) এ নির্দেশনা দেয় বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া। যদিও এখনই এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মৌসুমি হাওয়া যেন বাংলাদেশ-ভারত সম্পর্কেও। রাজনৈতিক অঙ্গন থেকে সম্পর্কের শীতলতা এবার মাঠের ক্রিকেটেও। দুই প্রতিবেশির বৈরিতায় এবার আইপিএল খেলা হচ্ছে না নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানের। ৯ কোটি রুপির মুস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স।

হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লি ঘুরে এবার কলকাতায় নাম লিখিয়েছিলেন দ্য ফিজ। বাংলাদেশের রেকর্ড ৯ কোটি ২০ লাখ টাকায় তাকে কিনে নেয় শাহরুখ খানের দল। কাটার আর স্লোয়ারের মিশেলে ডেথ ওভারে ভয়ংকর হয়ে ওঠা ফিজকে নিয়ে আইপিএল নিলামে বেশ কাড়াকাড়ির পর তাকে কিনে নেয় কেকেআর।

তবে এরপরই বেরিয়ে পড়ে ভারতীয়দের আসল চেহারা। সাধারণ মানুষ থেকে দেশটির গণমাধ্যমকর্মীরাও চড়া দামে মুস্তাফিজকে কেনার প্রতিবাদ জানাতে থাকে। একইসঙ্গে দুই দেশের সাম্প্রতিক সম্পর্কও প্রতিবাদে ঘি ঢালে। উত্তপ্ত পরিস্থিতিতে এবার কেকেআরকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ, বাংলাদেশি তারকাকে যেন ছেড়ে দেয় তারা।

আরও পড়ুন:

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেন, ‘রিসেন্ট ডেভেলপমেন্ট ইস্যুর জন্য বিসিসিআই কেকেআরকে নির্দেশনা দিয়েছে তাদের বাংলাদেশের একজন প্লেয়ারকে রিলিজ দেয়ার জন্য। বিসিসিআই আরও জানিয়েছে তারা যদি কোনো রিপ্লেসমেন্ট করতে চায় তাহলে তা তারা করতে পারে।’

ফিজকে আইপিএল খেলার ছাড়পত্রও দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিসিসিআইয়ের এমন পদক্ষেপে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছরই বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের। যদিও গেল বছর খেলতে আসার কথা থাকলেও, শেষমূহুর্তে বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানায় ভারতীয়রা। এবারও কি সে ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে কি না, এমন প্রশ্নও উঠছে। যদিও এখনই মন্তব্য করতে রাজি নয় বিসিবি।

বিসিবি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এরকম সিদ্ধান্ত হলে আমাদের জানাবে। জানালে পরে আমরা আমাদের যা দায়িত্ব তা করবো।’

ফিজ ইস্যু নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে দুই বোর্ডের সম্পর্কে। মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আরও পড়ুন:

সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। যে দূরত্বটা তৈরির প্রাথমিক দায় যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর। এক মুস্তাফিজকে নিরাপত্তা দেয়া যদি আপনার জন্য ইস্যু হুয়ে যায় তাহলে বাংলাদেশের যে ১৫ জন ক্রিকেটার যাবে তাদের নিরাপত্তা দেয়া আপনার জন্য বড় ইস্যু হয়ে যাবে।’

বিশ্বকাপ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে যাওয়ার কথা বাংলাদেশের। তবে ফিজের ঘটনায় নতুন করে এ বিষয়ে ভাবতে হবে বিসিবিকে।

ইএ