‘নির্বাচন ভালো না হলে পরিণতি ভোগ করতে হবে’— আইনশৃঙ্খলা বাহিনীকে ইসি সানাউল্লাহ

কক্সবাজার
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ
এখন জনপদে
দেশে এখন
0

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন ভালো করতে না পারলে সবাইকে এর পরিণতি ভোগ করতে।’— আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে এ কথা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। কক্সবাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আজ (রোববার, ৪ জানুয়ারি) এ মন্তব্য করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও কাজ তুলে ধরেন আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। এ অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি— অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নির্বাচনি আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় থাকলে সেটিকে অ্যাড্রেস করা।’

আরও পড়ুন:

এসময় কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো ভোটের আগের ও পরবর্তী কয়েকদিন সিল করে রাখার নির্দেশনা দিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিংয়ে অংশ নিতে না পারে, তাদের যেন কেউ অপরাধে ব্যবহার করতে না পারে।’

এ নির্বাচনে কোনোরকম ছাড় না দেয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এ নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই। কেউ সংক্ষুব্ধ হলে তিনি আইনের আশ্রয় নেবেন, গায়ের জোরে কিছু হবে না।’

সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নানসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ