চড়া দামে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েও, উগ্রবাদী ভারতীয়দের চাপে শেষমেশ তাকে ছেড়ে দিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। মোস্তাফিজকে দলে ভেড়ানোয় কেকেআর মালিক শাহরুখ খানকে দালাল আখ্যা দেন দেশটির ধর্মীয় এক নেতা।
বাংলাদেশের পাশাপাশি এ ইস্যুতে উত্তাল ভারতও। বিসিসিআইয়ের এমন পদক্ষেপের কড়া সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা।
ভারতের প্রথম বিশ্বকাপ শিরোপাজয়ী দলের সদস্য মদন লাল বলেন, ‘ক্রিকেটের সঙ্গে রাজনীতির সংযোগ ঘটানো হচ্ছে।’ তিনি মনে করেন, এ সিদ্ধান্তের জন্য সরকারের পক্ষ থেকে চাপে ছিল বিসিসিআই।
আরও পড়ুন:
ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ বিষয়টিকে স্পর্শকাতর বলে মন্তব্য করেছেন। তিনি জানান, এর দায় পুরোপুরি বিসিসিআইয়ের ওপর ছেড়ে দেয়া উচিত।
আরেক ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসেনের মতে, মোস্তাফিজের এ ঘটনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও কাজ করেছে। খেলাধুলা এবং রাজনীতিকে পুরোপুরি আলাদা করা কঠিন হলেও, আবেগের বশে সিদ্ধান্ত বা মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন তিনি।
এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এ ঘটনা কতদূর গড়ায় সেটিই এখন দেখার বিষয়।





