কোনো ক্রিকেটারের অসম্মান আমরা মেনে নেবো না: বিসিবি সভাপতি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি কর্মকর্তারা
ক্রিকেট
এখন মাঠে
0

মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নিষেধাজ্ঞার ইস্যুতে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে দেয়া চিঠির উত্তরের অপেক্ষায় বিসিবি— জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে দেশের কোনো ক্রিকেটারের অসম্মান মেনে নেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। আজ (সোমবার, ৫ জানুয়ারি) সকাল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একে একে হাজির হয়েছেন পরিচালকরা। নির্ধারিত সভা না থাকলেও বিশ্বকাপ ভেন্যু নিয়ে চলমান জটিলতা আলোচনা করতেই হাজির একাধিক পরিচালক।

কলকাতা আর মুম্বাইয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ক্রিকেটারদের পাঠাতে রাজি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসিও বাংলাদেশের কথা আমলে নিয়ে সূচি তৈরির কাজে হাত দিয়েছে।

তবে গণমাধ্যমের এসব খবরের বাইরে এখনো আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিসিবি আপাতত রয়েছে সেটারই অপেক্ষায়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এই মুহূর্তে আমাদের দলটার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলাটা সিকিউরড ফিল করছি না। আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা কী বলতে চাচ্ছি।’

যদিও বিসিবি প্রেসিডেন্ট জানালেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগে বৈঠক হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সঙ্গে।

আরও পড়ুন:

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা আইসিসিকে মেইল পাঠিয়েছি এবং তারা একটা মিটিংয়ের ব্যাপারে আমাদের বলবে খুব তাড়াতাড়িই। সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করবো। তবে ই-মেইলের জবাবের ওপর নির্ভর করছে যে, আমরা পরবর্তী পদক্ষেপটা কী নেবো।’

ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের এ টানাপোড়েনের মাঝেই আইপিএল সম্প্রচার বন্ধ করেছে তথ্য মন্ত্রণালয়। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন দেশের ক্রিকেটের তিন পরিচালক।

বুলবুল বলেন, ‘আমিসহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা আছেন, আমরা এটা ভালোভাবে নেই না যখন কোনো ক্রিকেটারকে অসম্মান করা হয়।’

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সবাই অত্যন্ত দুঃখিত যে, একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে, এত ভালো ক্যালিবারের একটা খেলোয়াড়, সে এই আইপিএলে অনেক কিছুই দেখাতে পারতো। কিন্তু সেটা করতে পারছে না, এজন্য আমরা সবাই দুঃখিত।’

বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই চ্যানেল বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নেই। তো আমি মনে করি আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না। আমি এটা গ্রহণ করি যে, আমরা এটা দেখবোই না।’

যদিও ক্রিকেটের স্বার্থে খেলা থেকে রাজনীতিকে দূরে রাখার পক্ষে বিসিবি পরিচালকরা।

এসএইচ