নিরাপত্তা ইস্যুতে আইসিসিকে দ্বিতীয়বার মেইল করলো বিসিবি

বিসিবি ও আইসিসি কার্যালয়
ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইসিসিকে দ্বিতীয়বার মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালককে উদ্ধৃত করে জানিয়েছে ভারতের গণমাধ্যম।

গতকাল (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) পাঠানো সেই চিঠিতে আইসিসিকে আরও একবার নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বিসিবি।

আরও পড়ুন:

আইসিসির পক্ষ থেকে নিরাপত্তা ইস্যুতে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হলে, বিসিবি দ্বিতীয় দফায় এ চিঠি দেয়। বিসিবির এ পরিচালক ভারতের গণমাধ্যমকে জানান, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পরেই চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করে বিসিবি। আর তাতে আইসিসিকে আরও সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়।

সেইসঙ্গে চিঠিতে আরও একবার শ্রীলঙ্কায় ম্যাচ নেয়ার আবেদনও করা হয়েছে এতে

এফএস