প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ ও গোলের সুযোগ তৈরি করলেও ম্যাচের ২৭ মিনিটে পিছিয়ে পড়ে গানাররা। স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ ভলিতে গোলমুখ খোলেন। ম্যাচের ৭০ মিনিটে মাঠে নামেন উসমান ডেম্বেলে। তিনি নামার দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন আশরাফ হাকিমী।
কার্যত দুই লেগ মিলিয়ে তিন গোলে পিছিয়ে আর্সেনালের ফাইনাল খেলার স্বপ্ন সেখানেই ভাঙ্গে। ম্যাচ শেষের ১৪ মিনিট আগে বুকোয়া সাকা জালে বল পাঠিয়ে খেলায় প্রাণ ফেরান। যদিও এর চার মিনিট পর ফাঁকা পোস্ট পেয়েও বাইরে মেরে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সাকা।
টুর্নামেন্টে দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। এর আগে ২০২০ এর ফাইনালে বায়ার্ন মিউনিখের সাথে হেরে স্বপ্নভঙ্গ হয় ফ্রেঞ্চ ক্লাবের।