ভারতের অরুণাচল প্রদেশে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের গ্রুপ সেরা হওয়া নির্ভর করছিল মালদ্বীপ-ভুটান ম্যাচের উপর। ম্যাচটি ড্র হওয়ায় 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ মে) ভুটানের বিপক্ষে ২-২ ড্র করে মালদ্বীপ।
ড্র দিয়ে মিশন শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। দুই ম্যাচে এক জয় ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ সেরা বাংলাদেশ। দুই পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ মালদ্বীপ। শুক্রবার প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপাল।
নেপালকে সমীহ করছে টিম বাংলাদেশ। সেমিফাইনালের আগে অনুশীলনে হাই ইনটেনসিটি, টিম কো অর্ডিনেশন, ট্যাকটিকাল সেট আপ ও পজিশনিং নিয়ে কাজ করেছে টিম বাংলাদেশ। নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।
তিনি বলেন, ‘ছেলেরা শারীরিক এবং মানসিকভাবে ভালোভাবেই রিকভারি করেছে। আমরা এই সময়টায় নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে কাজ করেছি। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত।’
সেমিফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ফয়সাল-মতিনরা। নিজের সেরাটা দিতে চান দলের সবাই। দেশবাসীর কাছে দোয়া চাইলেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
তিনি বলেন, ‘সেমিফাইনালের আগে শেষ প্র্যাকটিস সেশন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন যার যার স্থান থেকে সর্বোচ্চটা দিয়ে একটা দল হয়ে, একটা পরিবার হয়ে বাংলাদেশের হয়ে খেলে ফাইনালে পৌঁছাতে পারি।’
শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ।