কারণ তাদের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্টও একই লক্ষ্যেই মাঠে নেমেছিলো। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল পায় ব্লুরা। এতেই জয় ও ইউসিএল নিশ্চিত হয় চেলসির।
অন্যদিকে ফুলহ্যামের মাঠে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরে ষষ্ঠ দল হিসেবে ইউরোপা লিগ খেলতে হবে এস্টন ভিলার।
এতেই এভারটনের বিপক্ষে হেরেও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয়েছে নিউক্যাসেল ইউনাইটেডের। ইউরোপা লিগ জিতে লিগের ১৭ তম দল টটেনহ্যাম হটস্পারও সুযোগ পেয়েছে টুর্নামেন্টে।
এদিন ইউরোপা লিগে সুযোগ পাওয়া আরেক দল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন করেছে লিভারপুল।