দ্রুজ, বেদুইন ও সুন্নীসহ সব সম্প্রদায়কে অস্ত্র ফেলে নতুন সিরীয় জাতীয়তা তৈরিতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত টম বারাক। এবারের যুদ্ধবিরতিকে সমর্থন দিয়েছে তুরস্ক ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। পাশাপাশি সুয়েইদা অঞ্চলে সেনাবাহিনীর সীমিত কার্যক্রম পরিচালনায় সিরিয়ার দাবি মেনে নিয়েছে ইসরাইল।
গেল ১৪ জুলাই থেকে জাতিগত সংঘাতে লিপ্ত সিরিয়ায় বসবাসরত দ্রুজ ও বেদুইন সম্প্রদায়। দ্রুজদের রক্ষার অজুহাতে সিরিয়ায় ইসরাইলের হামলার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
এনিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুইদিনে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তেল আবিব ও দামেস্ক।