কোচ হিসেবে ব্রাজিলের দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি
ফুটবল
এখন মাঠে
0

রাজকীয় আগমনের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জুন মাসের দুই ম্যাচের জন্য ব্রাজিলের কোচ হিসেবে দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের প্রথম স্কোয়াডে চমক রেখেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ।

সাম্বার তালেতালে উচ্ছ্বসিত দর্শক সমর্থকরা, অপেক্ষা কার্লো আনচেলেত্তির। ফুটবলারদের নিয়ে উন্মাতাল দর্শকরা পরিচিত হলেও কোচকে ঘিরে এমন উন্মাদনা বিরলই বটে। গোটা ব্রাজিলই যেন কাঁপছে আনচেলত্তি জ্বরে। দেশটির ইতিহাসের প্রথম ইউরোপিয়ান কোচ, যার কাঁধে হারানো গৌরব ফেরানোর গুরুদায়িত্ব।

কোচ আসার আগেই ঝড় বয়েছে দেশের ফেডারেশনে, ফেডারেশন সভাপতি পরিবর্তন হয়েছে। নতুন প্রেসিডেন্ট সামির দাউদের সাথে আলিঙ্গন করেই যেন দেশের ফুটবলের দায়িত্বভার বুঝে নিলেন ডন কার্লো।

দম ফেলার ফুরসত পাননি আনচেলত্তি, দায়িত্ব নিয়েই ঘোষণা করতে হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড। সেখানে বড় চমক হয়ে এসেছে ক্যাসেমিরোর প্রত্যাবর্তন। ২০২৩ এর অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

দলে ফেরাদের তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে খেলা অ্যান্টনি ও টটেনহ্যামের ফরোয়ার্ড রিচার্লিসন। রিচার্লিসনও ২০২৩ এর অক্টোবরের পর প্রথম ডাক পেলেন।

আনচেলত্তির ঘোষিত দলের সবচেয়ে বড় চমক ব্রাজিলিয়ান তারকা নেইমারের জায়গা না পাওয়া। একই সাথে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসকেও রাখা হয়নি এই স্কোয়াডে, যদিও নিজেই দিয়েছেন সেই ব্যাখ্যা

আনচেলত্তির অধীনে ৫ জুন অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর চারদিন বিরতি দিয়ে ১০ জুন ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল এই মুহূর্তে আছে চারে। শীর্ষ ৬টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে।

সেজু