প্রথমবার ফুটবল বিশ্বকাপে জায়গা পেল জর্ডান ও উজবেকিস্তান

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে জর্ডান ও উজবেকিস্তান ফুটবল দলের উদযাপন
ফুটবল
এখন মাঠে
0

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে জর্ডান ও উজবেকিস্তান। একই রাতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপে যাবে উজবেকিস্তান, এমন সমীকরণে খেলা শেষ হয়েছে সেই ড্রতেই। গোলশূন্য ড্র করে বিশ্বকাপে জায়গা পাকা করেছে উজবেকিস্তান। 

অন্যদিকে বিশ্বকাপে জায়গা নিশ্চিতের ম্যাচে ওমানের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে জর্ডান। এখন পর্যন্ত বিশ্বকাপের স্বাগতিক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ছাড়া নিশ্চিত ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মোট সাতটি দল।

এসএইচ