ফ্রেঞ্চ ওপেনে দীর্ঘতম ফাইনাল জয়ে টানা দ্বিতীয় শিরোপা আলকারাজের

ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের দুই ফাইনালিস্ট
ফুটবল
এখন মাঠে
0

ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালে এক নম্বর বাছাইয়ে ইয়ানিক সিনারকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন কার্লোস আলকারাজ। এই ম্যাচ চলে ৫ ঘণ্টা ২৯ মিনিট যা ইতিহাসের দীর্ঘতম ফরাসি ওপেনের ফাইনাল হিসেবে জায়গা করে নিয়েছে।

প্রথম সেটের ওপেনিং গেমে মাত্র ১২ মিনিটেই জিতে এগিয়ে যান সিনার। দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও জিততে পারেননি আলকারাজ। তৃতীয় সেটেও শুরুটা সিনারময় হলেও এরপরেই ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা। 

এরপর টানা দুই সেট জিতে খেলা পঞ্চম সেটে নিয়ে যান বিশ্বের দ্বিতীয় সেরার বাছাই। যদিও সেটি সিপার টাইব্রেকার পর্যন্ত চলার পর আলকারাজের ফোরহ্যান্ডের কাছে হার মানেন সিনার। ৫ ঘণ্টা ২৯ মিনিটের লড়াইটিই ইতিহাসের দীর্ঘতম ফরাসি ওপেনের ফাইনাল ম্যাচ।

এসএইচ