হারের স্মৃতি নিয়ে দেশ ছাড়লেন হামজা-শমিত

দেশ ছাড়লেন জাতীয় দলের ফুটবলার হামজা-শমিত
ফুটবল
এখন মাঠে
0

সিঙ্গাপুরের কাছে হারের স্মৃতি নিয়ে আজ (বুধবার, ১১ জুন) সকালে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী এবং শমিত সোম। তবে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদুল ইতালির উদ্দেশে রওনা হবেন আরও এক সপ্তাহ পর। হোটেল ছাড়ার আগে বাংলাদেশ দলে ভালো সময় কাটানোর গল্প বলেন ফাহমিদুল। এদিকে সামনের ম্যাচগুলোতে ভালো করার আশা দেখিয়েছেন সাদ এবং মোরসালিন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশ-বিদেশ ঘুরে নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশের ফুটবলাররা। তবে পরীক্ষার সময়ে প্রস্তুতির সব যেন ভুলে বসে আছে শিষ্যরা। শেষ পর্যন্ত ফল শূন্য।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষে ভগ্ন হৃদয় নিয়ে রাতেই হোটেল ছেড়েছেন অনেক ফুটবলার। সকালে হামজা চৌধুরী-শমিত সোমরা উড়াল দেন একসাথে। অন্যদিকে পরিবারকে সঙ্গে নিয়ে দুপুরে হোটেল থেকে নিজ গ্রাম নোয়াখালীতে রওনা হন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম।

কোচ সিঙ্গাপুরের ম্যাচে খেলোয়াড়দের জায়গা পরিবর্তনে নতুন ছকই কষেছিলেন। তবে সে জায়গায় নিজেদের খেলোয়াড়ি দুর্বলতা প্রতিপক্ষের বাধা টপকাতে পারেননি। নিজেদের কাঁধে নিয়েছেন ব্যর্থতার দায়। তবে সবসময়ের মতোই ভবিষ্যতে ভালো করার স্বপ্ন দেখালেন সাদ উদ্দিন এবং শেখ মোরসালিন।

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিন বলেন, ‘ওরা অ্যাডভান্টেজ পেয়ে গেছে, তাই গোল করেছে। আমাদের আরো ভালো করার সুযোগ ছিল। আশা করি পরবর্তী ম্যাচে আমরা এই ভুলগুলো ওভারকাম করবো। আমাদের ইতিবাচক থাকতে হবে। সামনে আমাদের অক্টোবর-নভেম্বরে বড় বড় ম্যাচ আছে, সেই ম্যাচগুলোতে ফোকাস করতে হবে।’

মোরসালিন বলেন, ‘হামজা-শমিতরা আসায় আমাদের দল এখন আগের থেকে অনেক শক্তিশালী। চেষ্টা করবো তাদের থেকে ভালো জিনিসগুলো শেখার জন্য।’ সিঙ্গাপুরের কাছে তিন পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়লেও আবারও এক হয়ে জয়ের গল্প লিখতে চায় বাংলাদেশের ফুটবলাররা।

এসএইচ