ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ক্লাব এলএএফসির বিপক্ষে চেলসির জয়

ক্লাব বিশ্বকাপে এলএএফসির বিপক্ষে চেলসির জয়
ফুটবল
এখন মাঠে
0

ফিফা ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ক্লাব এলএএফসিকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। কনফারেন্স লিগ জয়ীদের হয়ে গোল করেছেন পেদ্রো নেতো এবং এঞ্জো ফার্নান্দেজ।

ইউরোপের ক্লাবগুলো এ আসরে আধিপত্য দেখাবে সেটাই স্বাভাবিক, যা শুরু থেকেই দৃশ্যমান। এরই মধ্যে জার্মানির বায়ার্ন মিউনিখ নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ডকে হারিয়েছে ১০-০ গোলে। 

টুর্নামেন্টটা যুক্তরাষ্ট্রে হওয়ায় অনেকেই ভেবেছিল এই ম্যাচে অঘটন ঘটতে পারে। তবে সেটা হয়নি। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে চেলসি। 

ম্যাচের দুই অর্ধে একটি করে গোল হয়েছে। ৩৪তম মিনিটে জ্যাকসনের পাস থেকে গোল করেন নেতো। আর ৭৯তম মিনিটে গোল পান ফার্নান্দেজ। চেলসির নতুন সাইনিং লিয়াম ডেলাপের পাস থেকে গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

এসএইচ