রিয়ালে শুরুটা রাঙাতে পারলেন না আলোনসো

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের সাথে ম্যাচ শেষে জাবি আলোনসো
ফুটবল
এখন মাঠে
0

রিয়াল মাদ্রিদের হয়ে ডাগ আউটে শুরুটা ভালো হলো না জাবি আলোনসোর। ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়নরা। ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে ফেদেরিকো ভালভার্দের পেনাল্টি মিসে হতাশা নিয়ে মাঠ ছাড়ে গ্যালাক্টিকোরা।

অন্যদিকে ম্যাচের নায়ক বনে যান আল হিলালের গোল রক্ষক ইয়াসিন বোনো। ম্যাচের দু’টি গোলই হয়েছে প্রধমার্ধে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন গন্সালো গার্সিয়া। 

এরপর ডি-বক্সের ভেতর আল হিলালের লিওনার্দোকে ফাউল করে বসেন রাউল আসেন্সিও। প্যানাল্টি পেয়ে ব্যবধান ১-১ করেন রুবেন নেভাস। 

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই থাকে রিয়ালের কাছে। খেলার একদম শেষের দিকে ৮৭ মিনিটে স্পট কিক থেকেও গোল দিতে ব্যর্থ হন ভালভার্দে। তার দুর্বল শট ফিরিয়ে দেন বোনো। ফলে আল হিলালের বিপক্ষে ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।

এসএইচ