মিয়ানমারে বৃষ্টি মাথায় অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল

অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

এশিয়ান কাপ বাছাইপর্বের সফরে মিয়ানমারে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃষ্টিতে প্রথম দিনটা কেটেছে জিম সেশন পার করেই। তবে দ্বিতীয় দিনে বৃষ্টি মাথায় নিয়েই প্রথমবার অনুশীলন করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।

পিটার বাটলারের তত্ত্বাবধানে বেশ ফুরফুরে মেজাজেই অনুশীলন করেছেন নারী ফুটবলাররা। আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন অধিনায়ক আফঈদা খন্দকারের দল। 

আগামী ২৯ জুন ইয়াঙ্গুনের থুভুন্না স্টেডিয়ামে বাহরাইন নারী দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন লাল সবুজের জার্সিধারীরা।

সেই ম্যাচের আগে এখন পর্যন্ত দলে কোনো চোট বা অসুস্থতা নেই বলে জানালেন ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা। বাহরাইনের পর ২ জুলাই মিয়ানমার এবং ৫ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান।

এসএইচ