গোলের খেলা ফুটবল। যত আসর রয়েছে তার মধ্যে ক্লাব বিশ্বকাপকে এগিয়ে রাখলে ভুল হবে না। গোল সংখ্যার দিক থেকে ফিফা আয়োজিত সকল টুর্নামেন্টকে এরই মধ্যে ছাড়িয়ে গেছে এ আসর।
আর ভুরিভুরি গোলের বেশিরভাগই এসেছে ব্রাজিলিয়ান ফুটবলারদের পা থেকে। গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ ষোল, সব মিলিয়ে ব্রাজিলের ফুটবলাররা গোল করেছেন ২৪টি।
আর্জেন্টিনার ফুটবলাররা এ আসরে গোল করেছেন ১৯টি। ১৩ গোল করে এ তালিকায় তিন নম্বরে আছেন ইংল্যান্ডের ফুটবলাররা।
পর্তুগাল ও ফ্রান্সের ফুটবলাররা যৌথভাবে চার নম্বরে রয়েছেন, করেছেন ১২টি করে গোল। পাঁচ নম্বরে থাকা স্পেন ও জার্মানির ফুটবলারদের গোল সংখ্যা ৯টি করে।
সমষ্টিগতভাবে ব্রাজিল এগিয়ে থাকলেও ব্যক্তিগত গোলের সংখ্যায় আবার এগিয়ে আর্জেন্টিনা। আনহেল দি মারিয়ার করা চার গোলই এখন পর্যন্ত সর্বোচ্চ।
আর্জেন্টাইন তারকার পর অবশ্য যৌথভাবে তিন গোল করে লিস্টের দুইয়ে আছেন বারো জন ফুটবলার। যেহেতু দি মারিয়ার বেনফিকা এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তাই বেশ কয়েকজন ফুটবলারেরই তাকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ আছে।
এদিকে ক্লাব বিশ্বকাপের আসরে সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল লিওনেল মেসির। তবে ইন্টার মায়ামির মতো দুর্বল দল নিয়ে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
মেসি কাজে না লাগাতে পারলেও এই রেকর্ডের মালিক হওয়ার সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াসের।
তবে এর জন্য ব্রাজিলিয়ান তারকাকে করতে হবে অসাধ্য সাধন। করতে হবে আরও চার গোল, তাহলেই রোনালদোর ৭ গোলের রেকর্ড ছাপিয়ে ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডে নিজের নাম উজ্জ্বল করবেন ভিনি।