কনকাকাফ গোল্ড কাপের চ্যাম্পিয়ন মেক্সিকো

চ্যাম্পিয়ন মেক্সিকো
ফুটবল
এখন মাঠে
0

আরও একবার উত্তর আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়লো মেক্সিকো। কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে তারা।

টেক্সাসে মাত্র চার মিনিটের মাথায় লিড নিয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রই। কিন্তু ক্রিস রিচার্ডসের সেই গোল থেকে পাওয়া লিড খুব বেশি সময় ধরে রাখা হয়নি তাদের।

ম্যাচের ২৭ মিনিটেই সমতা নিয়ে আসেন রাউল হিমেনেজ। মার্সেল রুইজের পাস থেকে বল জালে জড়ান এই স্ট্রাইকার। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে ম্যাচের জয় সূচক গোল করেন এডসন আলভারেজ। তার গোলেই নিশ্চিত হয় মেক্সিকোর ১৩তম কনকাকাফ গোল্ড কাপ শিরোপা।

এসএস