বৃষ্টিকে উপেক্ষা করে জমে উঠেছে অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের ট্রায়াল। পিচ্ছিল মাঠেও থেমে নেই প্রতিভার ছুটে চলা। স্বপ্ন দেখছে নতুন প্রজন্ম, জাতীয় দলের জার্সির আশায়। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে উদ্বেলিত তরুণ ফুটবলাররা।
অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের একজন বলেন, ‘আমি ভাবতে পারিনি আমি এখানে ট্রায়াল দিবো। আমি দুইদিন ট্রায়াল দিয়েছি। সবদিক দিয়েই এখানে ভালো।’
আরেকজন ফুটবলার বলেন, ‘এবার ডাক পেয়েছি। এই কারণে আমরা খুব খুশি।’ চারদিনের বাছাইপর্বের প্রথম গ্রুপের ট্রায়াল শেষ হলো বুধবার। কোন দিকগুলোতে নজর ছিল কোচ ও বিশেষজ্ঞদের?
বাফুফে এলিট অ্যাকাডেমির হেড কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘এখানে দেখা হয়েছে ফিজিক্যাল, টেকনিক্যাল, কর্নারগুলো। সেগুলো নিয়েই কাজ করা হয়েছে। এখানে ৪০ জনের মতো খেলোয়াড় ছিল।’
আসন্ন সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করেই এমন আয়োজন বাফুফের। যদিও ভবিষ্যতে তারকাদের নিয়ে পরিকল্পনার গণ্ডিটা আরও বিস্তৃত বলে জানালেন এই কোচ।
তিনি বলেন, ‘অনূর্ধ্ব ১৫ এর খেলোয়াড়দের রাডারে আনা হয়েছে। কিন্তু এটা ১৭। যারা এখানে সিলেক্ট হবে না তারাও এখানে টেক কেয়ারে থাকবে।’
আগামী শুক্রবার দ্বিতীয় গ্রুপের ট্রায়াল শেষে বাছাইকৃত খেলোয়াড়দের নাম ঘোষণা করার পরিকল্পনা কোচের।