২৫ মিলিয়ন ইউরোতে স্পেনের ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তরুণ ফুটবলার থিয়াগো আলমাদা। তিনি আসার পর ক্লাবটি যেন পরিণত হয়েছে এক টুকরো আর্জেন্টিনায়। কোচ থেকে শুরু করে ফুটবলার— স্পেনের এ ক্লাবটিতে সব জায়গাতেই আর্জেন্টাইনদের আধিক্য।
আগে থেকেই অ্যাটলেটিকোতে আছেন ৫ জন আর্জেন্টাইন ফুটবলার। আলমাদা যোগ দেয়ায় এবার সেই সংখ্যা দাঁড়ালো ছয়ে। গত মৌসুমে আনহেল কোরেয়া ক্লাব না ছাড়লে ক্লাবটির স্কোয়াডে থাকতো সাতজন আর্জেন্টাইন ফুটবলার।
গুঞ্জন আছে অ্যাটলেটিকো ছাড়তে পারেন দলের অন্যতম ফুটবলার রদ্রিগো দি পল। ইউরোপ ছেড়ে পাড়ি জমাতে পারেন যুক্তরাষ্ট্রে। সেখানে মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার সম্ভাবনাই বেশি। এমনটা হলে আবারও একজন আর্জেন্টাইন কমে যাবে মাদ্রিদের ক্লাবটিতে।
এর আগে গত মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকোতে যোগ দেন হুলিয়ান আলভারেজ। এ আর্জেন্টাইন দলে যোগ দিলেও গত মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি দলটি।
এমনকি প্রথম দিকে লা লিগায় সবার উপরে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় দিয়েগো সিমিওনের দল। মৌসুম শেষ করে টেবিলের তিন নম্বরে থেকে।
সফলতা না থাকলেও সিমিওনে যেন আর্জেন্টাইনদের ওপরেই ভরসা রাখতে চাচ্ছেন। অবশ্য এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কোচকে কটাক্ষের শিকার হতে হচ্ছে।
অনেকেই বলছেন, সিমিওনে নিজে আর্জেন্টাইন তাই দলে দেশের ফুটবলার দিয়ে সিন্ডিকেট তৈরি করতে চাচ্ছেন।
গত মৌসুমে কোনো ট্রফি না জিতলেও তিন নম্বরে থেকে লা লিগা শেষ করেছে অ্যাটলেকো। তাই আসছে চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার সুযোগ থাকছে মাদ্রিদের ক্লাবটির কাছে।
গেল চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে রিয়ালের সাথে বিতর্কিতভাবে হেরেছে সিমিওনের দল। তা না হলে আর একটু ভালো যেতেই পারতো তাদের মৌসুম। এখন দেখার বিষয় নতুন মৌসুমে কতটা সফল হতে পারে দিয়েগো সিমিওনের শিষ্যরা।