বিদেশ লিগ খেলতে দেশ ছেড়েছেন শামসুন্নাহার-তহুরা

তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র
ফুটবল
এখন মাঠে
0

প্রথমবারের মতো বিদেশ লিগে খেলতে দেশ ছেড়েছেন শামসুন্নাহার জুনিয়র এবং তহুরা খাতুন। জাতীয় দলের এই দুই ফুটবলার ভুটান নারী লিগে রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন। আজ (সোমবার, ২১ জুলাই) সকালে ভুটানের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন এই দুই নারী ফুটবলার।

সম্প্রতি এশিয়ান কাপে বাছাইয়ে আলো ছড়িয়েছেন দেশের এই দুই নারী ফরোয়ার্ড। দুজনে মিলে করেছেন ছয় গোল। শামসুন্নাহার এবং তহুরা খাতুন যোগ দিলে ভুটান লিগে বাংলাদেশ থেকে খেলা নারী ফুটবলারের সংখ্যা হবে ১২।

বর্তমানে থিম্পু সিটিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শামসুন্নাহার সিনিয়র। পারো এফসিতে সাবিনা খাতুন, মনিকা চাকমা, রিতুপর্ণা চাকমাসহ খেলেন মাতসুশিমা সুমাইয়া।

আর ভুটান লিগের অন্য দল টান্সফার ইউনাইটেডে ডিফেন্ডার হিসেবে খেলেন মাসুরা পারভীন, গোলরক্ষক রুপনা চাকমা এবং ফরোয়ার্ড কৃষ্ণা রানী।

এসএস