সেপ্টেম্বরে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ভিয়েতনামে খেলতে যাবে বাংলাদেশ। স্বাগতিক দেশ ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন, যারা এরই মধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেখানে বেশ পিছিয়ে বাংলাদেশ। দল গোছানো থেকে শুরু করে নিজেদেরকে প্রস্তুতের জন্য বাংলাদেশের হাতে সময় আছে মাত্র ৪১ দিন। তবে খটকা লাগার বিষয় এখন পর্যন্ত খেলোয়াড় নির্বাচন তো দূরে থাক কোচ নির্বাচনে করতে পারেনি বাফুফে।
আজ (বুধবার, ২৩ জুলাই) ন্যাশনাল টিমস কমিটির সভায় অক্টোবরে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ হংকং ম্যাচের পাশাপাশি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কোচ নির্বাচনও। তবে আলোচনা খুব বেশি দীর্ঘ হয়নি। কোচ ধাঁধার জটও খুলেনি এই সভায়।
বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমের খান বলেন, ‘এগুলো কোনো ব্যাপারে কোনোকিছু হয়নি। খুব ছোট একটা আলোচনা হয়েছে। হোয়াটসঅ্যাপ কলে একটা মিটিং করা হয়েছে। আমার মনে হয় সভাপতি সাহেব এটা নিয়ে আরও আলোচনা করবেন কমিটির সবাইকে নিয়ে।’
তবে অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ন্যাশনাল টিমস কমিটির সভায় শুধু এ সিদ্ধান্ত পৌঁছাতে পেরেছে কর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন কমিটির সদস্য আমের খান।
তিনি বলেন, ‘অনূর্ধ্ব-২০ দলের ১৮ তারিখ ও ২২ তারিখে বাহরাইনের সঙ্গে খেলার একটা কথা হয়েছে। চীনের সঙ্গে করার কথা ছিল কিন্তু হয়নি। আজকের সিদ্ধান্তে বাহরাইন পর্যন্তই হয়েছে।’
বাফুফের এমন কাণ্ডের পর ফুটবলপ্রেমীদের প্রশ্ন, তবে কি আসন্ন এই টুর্নামেন্টে ভালো করার পরিকল্পনার থেকেও বাফুফের কর্তাদের অন্য ব্যস্ততাই বেশি? হয়তো সময়েই মিলবে এই প্রশ্নের উত্তর।