ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের মেয়েরা

উদযাপনে স্পেনের নারী ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালো স্পেনের মেয়েরা। সেইসাথে নিশ্চিত হলো গত বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২০২৩ এর ফাইনালে ইংলিশদের হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল স্পেন। এবার ইউরোর মঞ্চেও রোববার শিরোপার জন্য লড়বে এই দুইদল।

পুরো ম্যাচে বল দখল থেকে শুরু করে সবদিক থেকেই এগিয়ে ছিল স্পেনের মেয়েরা। তবে জার্মানির রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি প্রথম ৯০ মিনিটেও।

হাড্ডাহাড্ডি লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিটে জার্মানির ডেডলক ভাঙেন আইতানা বোনমাতি।

গোল করে স্পেনকে এগিয়ে দেন ১-০ গোলে। অবশ্য ম্যাচে আর গোল না হলে বোনমাতির গোলটাই জয় এনে দেয় স্পেনকে। প্রথমবারের মতো ইউরোর ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ইউরোর আসরে এর আগে ১০ সেমিফাইনাল খেলে মাত্র একটিতে হারা জার্মানি অবশ্য আরেকটা হারের তিক্ততা নিয়ে বিদায় নেয় এবারের আসর থেকে।

সেজু